রোববার,

০৭ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২২ ১৪৩২

XFilesBd

ড. অখিল পোদ্দারের কবিতা-যেতে আসতে কাটে করাতে

ড. অখিল পোদ্দার (Dr. Akhil Podder)

প্রকাশিত: ০৪:০৫, ৪ সেপ্টেম্বর ২০২৫

ড. অখিল পোদ্দারের কবিতা-যেতে আসতে কাটে করাতে

ড. অখিল পোদ্দারের কবিতা

যেতে আসতে কাটে করাতে

 

রাস্তা শেষ

গলির মাথায় আর কিছু নেই

পৃথিবীর শেষ এখানেই !!

তবু

দাঁড়িয়ে আছেন কেনো ?

পথের শেষ প্যাসেঞ্জার ছিলেন আপনি

একটু পর-

ঝিঁঝিঁ ডাকবে

পেপার মিলের হুইসেল বাজবে

অতপর-

নিমুলাল বাঁশফোর বেরুবেন ঝাড়ু দিতে

ততোক্ষণে পৃথিবীর শেষ যাত্রীর বিদায় অনিবার্য

 

 উঁই পোকা উড়তে শুরু করেছে বেসামাল

ঝড় আসবে আর কিছুক্ষণ পর

সুতরাং

আপনি চলে যেতে পারেন

কারণ -

রাস্তা শেষ

গলির মাথায় আর কিছু নেই

যতোদূর জানি, পৃথিবীর শেষ এখানেই

অন্ধকারের নির্যাস গলে

যে আলোটুকুর জন্ম ভোরের আগে

তাতে আকাশ জ্বলে ওঠে গোপনে

আজও জেগে উঠেছে দ্বিপ্রহর

সুতরাং, আর দেরি নয়

রাস্তা শেষ,

দ্রুত যেতে পারেন গলির মাথায় ।

 

নিসঙ্গ লোকটি নিকটতম বন্ধুকে খুঁজলেন

অতপর

নিজেই দেখলেন মানুষের বিরস ছায়া

শুধু বললেন, অদ্ভুত

গলির মাথায় কোন গন্তব্য থাকে না

সব রাস্তা শেষ হয় অনন্তের রেখা ধরে

সুতরাং

আপনি যান আমি পরে আসছি

কিংবা থেকেই যদি যায় তাহলে

মহাকালের কী এমন ক্ষতি ?

 (২৬ আগস্ট ২০২৫, বরইচারা, খোকসা, কুষ্টিয়া)