শুক্রবার,

০৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ১৭ ১৪৩২

XFilesBd

সৈকত হাবিব-একগুচ্ছ কণাকবিতা

সৈকত হাবিব

প্রকাশিত: ০৩:১৭, ২৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৩:২২, ২৫ সেপ্টেম্বর ২০২৫

সৈকত হাবিব-একগুচ্ছ কণাকবিতা

সৈকত হাবিবের  একগুচ্ছ কণাকবিতা

১.

প্রজাপতিটা

পাখা নেড়েই চলেছে

অথচ সে মৃত

 

মৃতরা হয়তো

প্রেম বোঝে না

তবু তুমি কি

ভালোবাসবে না?

 

আয়না তখনই জীবিত

যখন তুমি

তার ভেতরে থাকো

 

মানুষ যুগপৎ

তার নিজের

প্রভু ও দাস

 

কে তুমি

অসীম শূন্যতার ভেতর

একটি খুব ছোট্ট বিন্দু

 

কত তুচ্ছ তুমি

যখন ব্যাকটিয়ারাও

তোমার যমদূত

 

হাওয়া কি ঈশ্বর

সে তোমার প্রাণবিন্দু

অথচ অদৃশ্য

 

নাম জীবনানন্দ

অথচ বেদনার

কী তীব্র সিন্ধু

 

মানুষ ব্রহ্মাণ্ডের

তুচ্ছ ধূলি

তবু জানে তার ভাষা

 

১০

শিকারি কি জানে না

হরিণেরও

একটা হৃদয় ছিল