
সৈকত হাবিবের একগুচ্ছ কণাকবিতা
১.
প্রজাপতিটা
পাখা নেড়েই চলেছে
অথচ সে মৃত
২
মৃতরা হয়তো
প্রেম বোঝে না
তবু তুমি কি
ভালোবাসবে না?
৩
আয়না তখনই জীবিত
যখন তুমি
তার ভেতরে থাকো
৪
মানুষ যুগপৎ
তার নিজের
প্রভু ও দাস
৫
কে তুমি
অসীম শূন্যতার ভেতর
একটি খুব ছোট্ট বিন্দু
৬
কত তুচ্ছ তুমি
যখন ব্যাকটিয়ারাও
তোমার যমদূত
৭
হাওয়া কি ঈশ্বর
সে তোমার প্রাণবিন্দু
অথচ অদৃশ্য
৮
নাম জীবনানন্দ
অথচ বেদনার
কী তীব্র সিন্ধু
৯
মানুষ ব্রহ্মাণ্ডের
তুচ্ছ ধূলি
তবু জানে তার ভাষা
১০
শিকারি কি জানে না
হরিণেরও
একটা হৃদয় ছিল