দীপ্তি নিঃশেষ হলে
- অখিল পোদ্দার
দীপ্ত কমে গেলে
দৈন্য ভর করে সর্বত্র ও শরীরে
কাজের বেটি রহিমা কিংবা পুরোণো ড্রাইভার মহেন কবিরাজ
কথায় হেরফের সুগৃহিনী সুঘ্রাণ
সবাই-
পতিত জমিনের মতো কাশফুল
ধমনীয় সম্পর্ক
ভাটার ইঁট যেমন ভালোবেসে আঁকড়ে ধরে আগুন
গনগনে মেঘ, একরত্তি আঁচল
সবই-
দীনতায় হয় কাঠ শরীর শুকায়ে
দীপ্তি কমে গেলে
দৈন্য বাজারে বসে বিকোয় নীল
সে হাটে সুখের বিনিময়ে দুঃখ কেনে নিরাক মানুষ ।
দীপ্ত কমে গেলে
পরশ পাথর হয় পুরুষ
আরও কমে গেলে দীপ্তি
মানুষ মেঘ হয়ে মিলায় বস্তুতে ।
[ ২০ নভেম্বর ২০২৫, পুকুরপাড়, ফ্রি স্কুল স্ট্রিট, ধানমন্ডি, ঢাকা ]
