রোববার,

০৬ জুলাই ২০২৫

|

আষাঢ় ২১ ১৪৩২

XFilesBd

ব্রেকিং

২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ-উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মোট বাজেট -৭,৯০,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা-৫,৬৪,০০০ কোটি টাকা বাজেট ঘাটতি -২,২৬,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৬%) জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা-৫

ঝালকাঠিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৫, ২৩ আগস্ট ২০২৩

ঝালকাঠিতে জাতীয় শোক দিবস উপলক্ষে  আলোচনা সভা

 জেলায় আজ মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গ্রীন উইন্ডোর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

 মঙ্গলবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

 গ্রীন উইন্ডোর জেলা সভাপতি উজ্জল মজুমদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাসসুল ইকরাম পিরু, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন খান ও গ্রীন উইন্ডোর সাধারণ সস্পাদক হাসান মাহমুদ তালুকদার প্রমুখ।

 প্রধান অতিথির বক্তব্যে খান সাইফুল্লাহ পনির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে ‘বাংলাদেশ’ নামে কোন স্বাধীন ভুখন্ড’র সৃষ্টি হতো না।

 তিনি  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন।