শনিবার,

২৭ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৩ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

বৌদ্ধ বিহার ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৯, ১৫ জুন ২০২৩

বৌদ্ধ বিহার ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

  জেলার নানিয়ারচর উপজেলার হাজাছড়ি মুখ ত্রিবাংকর বৌদ্ধ বিহার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

 আজ সকাল ১০টায় উপজেলার ঘিলাছড়িতে রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে ২৫ লক্ষ টাকা ব্যয়ে ত্রিবাংকর বৌদ্ধ বিহার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

 এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, জেলা আওয়ামীলীগ সদস্য ওয়াশিংটন চাকমা,ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার সুবিনাস চাকমা, হাজাছড়ি মুখ বৌদ্ধ বিহারের ভদন্ত বোধিপ্রিয় মহাথেরো, হাজাছড়ি মুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধাম্মা জ্যৌতি থেরো প্রমুখ।

 এসময় দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকারই পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানে সমভাবে উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের মধ্যে সহাবস্থান নিশ্চিত করেছে।

 অনুষ্ঠানে ঘিলাছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা উপস্থিত ছিলেন।