শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৩ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

হবিগঞ্জে চা শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

হবিগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ০১:০৩, ২৫ আগস্ট ২০২২

হবিগঞ্জে চা শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

হবিগঞ্জে দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে চা শ্রমিকদের ধর্মঘট অব্যাহত আছে।  বুধবার (২৪ আগস্ট) পূর্ণদিবস ধর্মঘটের ১২ম দিন ও দৈনিক ২ ঘন্টা কর্মবিরতিসহ ১৬ তম দিনে শ্রমিকরা বাগানে বাগানে সভা, সমাবেশ, মানববন্ধন করে ধর্মঘট পালন করেন। এদিকে সংকট নিরসনের জন্য সকালে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শ্রমিক নেতাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ৩০০ টাকা মজুরি আদায়ে ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত দৈনিক দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জের ১০ জন শ্রমিক নেতার সঙ্গে শ্রীমঙ্গলে অবস্থিত বিভাগীয় শ্রম দফতরের কর্মকর্তারা বৈঠকে বসলেও আলোচনা ফলপ্রসু হয়নি। তাই শনিবার (১৩ আগস্ট) থেকে টানা ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা। এরমধ্যে দফায় দফায় সভা ও বৈঠক হয়েছে। এতে ২৫ টাকা বাড়িয়ে দৈনিক মজুরি ১২৫ টাকা করা হয়েছিল। কিন্তু সাধারণ শ্রমিকরা এ সিদ্ধান্ত না মেনে মানববন্ধন, সভা, সামাবেশ, কর্মবিরতি, ধর্মঘট ও মহাসড়ক অবরোধ করেন। অবশেষে ১২০ টাকা মজুরিতে শ্রমিকরা কাজে যোগদান করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এ সিদ্ধান্তও না মেনে শ্রমিকরা ধর্মঘট অব্যাহত রেখেছেন।

বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের সভাপতি খাইরুন আক্তার বলেন, আমরা সকাল থেকেই আন্দোলনে আছি। বিভিন্ন চা বাগান থেকে শ্রমিকরা আমাদের সাথে যোগ দিয়েছে। আমরা ৩শ টাকা মজুরি না পেলে আন্দোলন চালিয়ে যাব।