বুধবার,

১৫ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৯ ১৪৩২

XFilesBd

মহেশপুরে মোটরসাইকেল উল্টে এসএসসি পরীক্ষার্থী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি 

প্রকাশিত: ০২:৪৭, ১০ আগস্ট ২০২২

আপডেট: ০২:৪৮, ১০ আগস্ট ২০২২

মহেশপুরে মোটরসাইকেল উল্টে এসএসসি পরীক্ষার্থী নিহত


ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে লিখন হোসেন (১৭) নামে এক  এসএসসি পরীক্ষার্থী  নিহত হয়েছেন।  

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কের খালিশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌরসভার রাজনগর পাড়ার মিলন হোসেনের ছেলে।

মহেশপুর থানার ওসি মো. সেলিম মিয়া বলেন, ‘সকালে চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার রাজনগর পাড়ার লিখন হোসেন মোটরসাইকেল যোগে কোটচাঁদপুর যাচ্ছিল। পথে খালিশপুর তেল পাম্পের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত লিখন জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।’