বৃহস্পতিবার,

০২ মে ২০২৪

|

বৈশাখ ১৮ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

কিশোরগঞ্জে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ০২:০৮, ১৬ আগস্ট ২০২২

কিশোরগঞ্জে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় জাতীয় শোক দিবস উপলক্ষে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই মারা গেছেন। 

সোমবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১২টায় ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইটনা উপজেলা সদরের নগরহাটি গ্রামের নেপাল কর্মকারের ছেলে হৃদয় কর্মকার (২৫) ও বিজয় কর্মকার (১৮)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, আজ সকালে খাদ্য গুদামের সামনে হৃদয় অটো হাউজ নামে একটি দোকানে স্টিলের পাইপে জাতীয় পতাকা টাঙাতে যান বিজয়। পরে দোকানের ওপরে থাকা বৈদ্যুতিক তারে স্টিলের পাইপটি লেগে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন বিজয়। তখন তাকে বাঁচতে হৃদয় এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।