বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১১ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের একাদশ চালান 

বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশিত: ২৩:০৫, ২২ আগস্ট ২০২২

মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের একাদশ চালান 

এবার মেট্রোরেলের একাদশ চালানে মোংলা বন্দরে এসে পৌঁছেছে ৮টি কোচ ও ৪টি ইঞ্জিনসহ ৩৪ প্যাকেজ মেশিনারি পণ্য। গত ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের এ মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে বিদেশি জাহাজ এমভি হোসি ক্রাউন।

জাহাজটি সোমবার (২২ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে। 

বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘জাপানের কোবে বন্দর থেকে ৮টি রেলওয়ে কোচ ও ৪টি ইঞ্জিনসহ ৩৪ বক্স মেশিনারি পণ্য নিয়ে এমভি হোসি ক্রাউন সোমবার সকালে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। দুপুর নাগাদ মালামাল নামানোর কাজ শুরু করা হবে।’ 

ওয়াহিদুজ্জামান আরও বলেন, ‘এসব মালামাল জাহাজ থেকে খালাস করে সরাসরি নৌপথে বার্জে (নৌযান) ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে। এপণ্য খালাস শেষে বিদেশি জাহাজটি মঙ্গলবার বন্দর ত্যাগ করবে।’ 

প্রসঙ্গত, এপর্যন্ত মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের ৭০টি কোচ ও ৩৪টি ইঞ্জিন এসেছে।