বুধবার,

২৪ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১১ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

শিক্ষায় মানিকগঞ্জে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান রাজা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ০৮:২৯, ৩০ সেপ্টেম্বর ২০২২

শিক্ষায় মানিকগঞ্জে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান রাজা


বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদাক ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা ২য় বারের মানিকগঞ্জ জেলায় শিক্ষা খাতে বিশেষ ভূমিকা রাখার জন্য শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর ) মানিকগঞ্জ জেলা প্রশাসকের সভাপতিত্বে কনফারেন্স কক্ষে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের হাত থেকে বুধবার শ্রেষ্ঠ উপজেলা সম্মাননা গ্রহণ করেন তিনি। মানিকগঞ্জ জেলার সাতজন উপজেলা চেয়ারম্যানের মধ্যে তিনি নির্বাচিত হন।

উল্লেখ্য ২০১৯ সালের ২৫ মার্চ মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হয়ে   বিপুল ভোটে জয়ী হন তিনি। যমুনা নদীর করাল গ্রাসে ক্ষত-বিক্ষত এই উপজেলার মানুষের বসবাস।আটটি ইউনিয়নে ১ লাখ ১৫ হাজার ৫৩০ জন ভোটার নিয়ে গঠিত দৌলতপুর উপজেলার নির্বাচনী এলাকা। এর মধ্যে বাচামারা, চরকাটারি, বাঘুটিয়া ও জিয়নপুরসহ কয়েকটি ইউনিয়ন রয়েছে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে। আর এখানকার ৯০ ভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল।