রোববার,

০৫ মে ২০২৪

|

বৈশাখ ২১ ১৪৩১

XFilesBd

শিরোনাম

হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

ব্যবসায়ী ও ফেব্রিকেটরদের সাথে মতবিনিময় করছে নিও পরিবার

প্রকাশিত: ০৯:০৩, ৭ জুন ২০২৩

ব্যবসায়ী ও ফেব্রিকেটরদের সাথে মতবিনিময় করছে নিও পরিবার

রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নিও পরিবারের উৎপাদিত এ্যালুমিনিয়াম প্রোফাইল, এসএস পাইপ এবং এ্যালুমিনিয়াম ডোর সম্পর্কে অবহিত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর চেয়ারম্যান রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন কোম্পানীর জিএম আব্দুল মান্নান, এজিএম ফারুক আহমেদ, নিউ পদ্মা গ্লাসের মালিক আলাউদ্দিন খান, রংপুর থাই এর মালিক সৈয়দ আশরাফুল ইসলাম, জিএম থাই এ্যালুমিনিয়ামের মালিক জিয়াম হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

প্রধান অতিথি কোম্পানীর চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, তাদের প্রতিষ্ঠানের উৎপাদিত নিও এ্যালুমিনিয়াম প্রোফাইল, এসএস পাইপ ও এ্যালুামনিয়াম ডোর গুনগত মান সম্পন্ন। ইতিমধ্যে দেশের বাজারে দেশে বিপুল জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি বিদেশেও আমাদের পণ্য রপ্তানী হচ্ছে। মতবিনিময় সভায় রংপুর বিভাগের বিভিন্ন জেলার কোম্পানীর ডিলার, ব্যবসায়ী, ফেব্রিকেটরস, টেকনিশিয়ান সহ ৫ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান উপস্থিত ছিলেন।