শনিবার,

০৭ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২২ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

২০২৪ সালের জুন মাসেই রেল সড়ক নির্মাণ কাজ শেষ হবে

প্রকাশিত: ০৪:১৪, ১১ জুন ২০২৩

২০২৪ সালের জুন মাসেই রেল সড়ক নির্মাণ কাজ শেষ হবে

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, নির্ধারিত সময় ২০২৪ সালের জুন মাসের মধ্যেই রেল সড়ক নির্মাণ কাজ শেষ হবে। তিনি শনিবার দুপুরে জেলার লোহাগড়ায় মধুমতি রেলসেতু পরিদর্শন শেষে মধুমতি আর্মি ক্যাম্পে সাংবাদিকদের এ কথা বলেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরীসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, পদ্মাসেতু রেল প্রল্পটি কাজের সুবিধার্থে দুইটিভাবে ভাগ করা হয়েছে। একটি হলো ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্তু। যা আগামী সেপ্টম্বর মাসের জনসাধারণের জন্য উন্মুক্ত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেল সড়কের উদ্বোধন করবেন। 
তিনি জানান, ২০২৩ সালের মে মাস পর্যন্তু রেল সড়ক নির্মান কাজের অগ্রগতি ঢাকা-যশোর পর্যন্তু অগ্রগতি ৭৭ শতাংশ। ঢাকা-মাওয়া পর্যন্তু অগ্রগতি ৭৫ দশমিক ৫০ শতাংশ। মাওয়া-ভাঙ্গা পর্যন্তু ৯৪ শতাংশ এবং ভাঙ্গা-যশোর পর্যন্তু ৭০ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।