বৃহস্পতিবার,

০২ মে ২০২৪

|

বৈশাখ ১৮ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

২ লক্ষ ১৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৪, ১৬ জুন ২০২৩

২ লক্ষ ১৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

 আগামী ১৮ জুন রোববার দিন ব্যাপি চলবে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন। এবার শেরপুর স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে ৫টি উপজেলা ও ২টি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৬শ’ ৭১ শিশু এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী  ১ লাখ ৯১ হাজার ৪শ’ ১২শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 

 ক্যাপসুল খাওয়ানো হবে ১ হাজার ৩শ’৫৮টি কেন্দ্রে। শেরপুর জেলা সিভিল সার্জন ডাক্তার অনুপম ভট্রাচার্য্য বাসস কে জানান, ভিটামিন এ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ক্যাপসুলের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তিনি আরো বলেন, গত ২০ ফেব্রুয়ারি যে ক্যাম্পইন অনুষ্ঠিত হয়েছে তা ৯৮ ভাগ সফল হয়েছে। আসন্ন ক্যাম্পইনটিও সফল হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।