বৃহস্পতিবার,

১৮ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ৩ ১৪৩২

XFilesBd

বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১২, ৯ আগস্ট ২০২৩

বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন

 সেনাবাহিনী  প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশে আজ মঙ্গলবার চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা পরিস্থিতি ও ভূমিধ্বস মোকাবেলায় অসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

 আইএসপিআর জানায়, মোতায়েন করা সেনাসদস্যদের  মাধ্যমে নিরলসভাবে উদ্ধার তৎপরতা, জরুরী ত্রাণকার্য পরিচালনা, চিকিৎসা সহায়তা প্রদান এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় সর্বাতœক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া সেনাবাহিনীর অন্যান্য ফরমেশনসমূহও  এলাকায় বন্যা পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সদা প্রস্তুত রয়েছে। 

 উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেছেন।