বুধবার,

১৫ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৯ ১৪৩২

XFilesBd

বগুড়ায় ভোক্তা পর্যায়ে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রিতে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৩১, ২৪ সেপ্টেম্বর ২০২৩

বগুড়ায় ভোক্তা পর্যায়ে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রিতে স্বস্তি

 জেলা প্রশাসনের উদ্যোগে আজ বগুড়া হিমাগার মালিক সমিতি ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্য ৩৬ টাকা কেজিতে দরে আলু বিক্রি করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি মিলেছে।

আজ শনিবার সকাল ১০ টা থেকে শহরের পাইকরি রাজাবাজারে এ দামে আলু বিক্রি শুরু হয়। প্রত্যেক ক্রেতা এ দামে পাঁচকেজি পর্যন্ত আলু কিনতে পারবেন। 

বগুড়া হিমাগার মালিক সমিতির সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ জানান, বগুড়ার ৪২ টি হিমাগারে পর্যাপ্ত আলু আছে। এই আলু নভেম্বর মাস পর্যন্ত চলবে। ৪২ টি হিমাগারের মালিকরা ৩৬ টাকা কেজি দরে ক্রেতাদের  কাছে আলু বিক্রি করবেন। 

এদিকে, বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, জেলা প্রশাসনের সাথে হিমাগার মালিকদের সমঝোতা হয়েছে। তারা সরকার নির্ধারিত মূল্যে পাইকারিতে ২৭ টাকা ও ভোক্তা পর্যায়ে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি করতে সম্মত  হয়েছেন।