বুধবার,

১৫ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৯ ১৪৩২

XFilesBd

বন্যা পরিস্থিতি মোকাবিলায় ফেনীতে চিকিৎসা সহায়তা ও উদ্ধার অভিযান  পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী 

প্রকাশিত: ১৪:৪৫, ২৩ আগস্ট ২০২৪

বন্যা পরিস্থিতি মোকাবিলায় ফেনীতে চিকিৎসা সহায়তা ও উদ্ধার অভিযান  পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী 

ফেনীর বন্যা পরিস্থিতি মোকাবিলায় অসামরিক প্রশাসনকে সাহায্য করতে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল থেকে শুরু হওয়া উদ্ধার ও চিকিৎসা সেবা কার্যক্রমে ২টি নৌ কন্টিনজেন্ট যোগ দিয়েছে এবং আরও ২টি কন্টিনজেন্ট ফেনীর উদ্দেশ্যে গমন করবে। স্মরণকালের এই ভয়াবহ বন্যায় পানিবন্দি মানুষকে উদ্ধার করে জরুরি আশ্রয়কেন্দ্রে আনা হচ্ছে। 

নৌবাহিনীর ১৩ জন কর্মকর্তার নেতৃত্বে  প্রয়োজনীয় উদ্ধার সামগ্রী, বোট, লাইফ জ্যাকেট ও ডুবুরিসহ প্রায় দুই শতাধিক নৌ সদস্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। উদ্ধারের পাশাপাশি অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা, ঔষধ ও খাবার স্যালাইনসহ মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। সেই সাথে পানিবন্দি মানুষের শুকনো খাবার ও রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে। 

এছাড়াও প্রায় ১৫ হাজার মানুষের জন্য ত্রাণ সামগ্রী বোঝাই ট্রাক ফেনীর উদ্দেশ্যে রওনা করেছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই উদ্ধার কার্যক্রম, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা চলমান থাকবে।